বঙ্গবন্ধু প্রতিনিয়ত বলতেন “বেশি বেশি করে আত্মাশুদ্ধি কর, আত্মার সমালোচনা কর”। তাই বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী প্রতিটি সৈনিককে আদর্শবান হতে হবে। বঙ্গবন্ধুর মধ্যে কোন অহংকার ছিল না। তিনি একজন সাধারণ নাগরিকের মত জীবন যাপন করতেন। তাই মুজিবের প্রতিটি সৈনিকের তার আদর্শ বাস্তবায়ন করে আগামীতে ডিজিটাল দেশ গঠনের ভুমিকা রাখতে হবে। এমন্টাই মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। আজ আবুধাবী আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত স্থানীয় এক হোটেলের হল রুমে বঙ্গবন্ধুর ৩৯ তম শাহাদৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।
কমিটির সভাপতি মুহাম্মদ ইউছুফ সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল মাঝি ও সাংঠনিক সম্পাদক মাসুদ চৌধুরীর যৌথ পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য করেন আব্দুল্লাহ আল মামুন সরকার, প্রকৌশলী আবু জাফর, মুহাম্মদ ইউছুফ, এস এম নিজাম, প্রকৌশলী আশিষ বড়ুয়া, কাজী মুহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, শহিদুল্লাহ শহিদ, আলহাজ্ব নুরুল আলম,মাইনুল আলম চৌধুরী,আবুধাবী যুব্লীগের সভাপতি বশির ভূঁইয়া, প্রকৌশলী নজরুল ইসলাম,টিপু, সেলিম সহ আরো অনেকে।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশ জাতীর সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
মুহাম্মদ রফিক উল্লাহ্
আরব আমিরাত
+৯৭১৫৫৭৩১২৫৮১।
Discussion about this post