মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৮দলীয় আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেটকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তালশারী মডেল স্কুল।
শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে বেনাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তালশারী মডেল স্কুল জয় লাভ করেন। এদিকে, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেনাপোল ফুটবল মাঠে সেমিফাইনালে ওঠার পথে প্রথম পর্বে তালশারী মডেল স্কুল সানরাইজ পাবলিক স্কুলকে হারায়। দ্বিতীয় পর্বে বেনাপোল শিশু একাডেমী বেনাপোল বন্দর প্রি ক্যাডেটকে হারায়। তৃতীয় পর্বে নবদিগন্ত প্রি ক্যাডেট কাগমারী কিন্ডার গার্টেনকে ও চতুর্থ পর্বে আইডিয়াল কিন্ডার গার্টেন গাজীপুর মডেল স্কুলকে হারিয়ে সেমিফাইনাল পর্বে উঠার গৌরব অর্জন করে।
প্রথম পর্ব শেষে সেমিফাইনালে উঠে তালশারী মডেল স্কুল, বেনাপোল শিশু একাডেমী, নবদিগন্ত প্রি-ক্যাডেট ও আইডিয়াল কিন্ডার গার্টেন। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে সেমিফাইনাল পর্বে সকালে তালশারী মডেল স্কুল বেনাপোল শিশু একাডেমীকে ও নবদিগন্ত প্রি ক্যাডেট আইডিয়াল কিন্ডার গার্টে কে হারিয়ে ফাইনালে উঠেন।
সূত্রে জানা গেছে, ম্যাচে প্রথমে নবদিগন্ত প্রি ক্যাডেট টসে জিতে তালশারী মডেল স্কুলকে ব্যাট করতে আহ্বান জানান। তারা ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে নবদিগন্ত প্রি ক্যাডেট ৮ উইকেট হারিয়ে ৬৭ রান করে ১২ রানের ব্যবধানে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তালশারী মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুর রহিম ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নবদিগন্ত প্রি ক্যাডেটের শিক্ষার্থী রাকিব।
এদিকে এই জয়ে তালশারী মডেল স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক আনন্দিত। জয়ের পরপরই তারা আনন্দ র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তালশারী মডেল স্কুলের শিক্ষক আয়ুব নবী বলেন, আমাদের স্কুল জয় লাভ করেছে। আমরা বেশ আনন্দিত। আমাদের এই ধারা আগামীতেই অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন, আলহাজ¦ নুর ইসলাম ফুটবল একাডেমীর ম্যানেজার হুমায়ন কবির, আমরা বেনাপোলের বাসিন্দার সভাপতি মহাসিন হোসেন হৃদয়, সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা ও সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, তালশারী মডেল স্কুলের সহ-প্রধান শিক্ষক আব্দুর রহিম, আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ইয়ানুর রহমান, গাজীপুর মডেল স্কুলের শিক্ষক রিপন হোসেন প্রমুখ।
Discussion about this post