মুহাম্মদ রফিক উল্লাহ আরব আমিরাত: বিএনপির জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায় বলে নির্দলীয় তত্ত্বধায়ক সরকারের অধিনে নির্বাচন দিচ্ছে না। দেশের মানুষ যখন আগামী ঈদের পর আন্দোলনের যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই মুহুর্তে তাদের দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে সমুদ্র বিজয়ের ধোঁকা দিয়ে। তাই আগামীতে দেশ ও প্রবাস থেকে ঐক্যবদ্ধ আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হবে ঘোষণা দিয়েছেন আরব আমিরাত আজমান প্রাদেশিক বিএনপি।
গতকাল (১৪ জুলাই সোমবার) আরব আমিরাত আজমান প্রদেশিক বিএনপির উদ্যোগে নব কমিটির অভিষেক ও ইফতার পূর্ব আলোচনা সভা স্থানীয় ওয়ালিমা হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে সাধরণ সম্পাদক শাহিনুর শাহিন ও সাঈদ ভুঁইয়ার যৌথ পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য করেন আমিরাত বিএনপির সভাপতি জাকের হোসেন। প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, মুহাম্মদ সোলাইমান, ছগির আহমদ ফারুক, আব্দুস সত্তার, দিদারুল আলম সহ আরো অনেকে বক্তব্য করেন।
পরে শাহিনুর শাহিনকে সভাপতি ও মুহাম্মদ সোলাইমানকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্যের নতুন কমিটির তালিকা তুলে দেন বিদায়ী সভাপতি।
Discussion about this post