আমি যে মানুষ – গাজী আবু হানিফ
আমি যে মানুষ -এ কথা ভাবলে কি
কখনও মিথ্যা বলতে পারি-
মানুষ হয়ে কভু মানুষের ক্ষতি
কি করে,করে হই দূরাচারী।
হায়! নিজের সাথে নিজের এ কেমন
বলো,চরম প্রতারণা,
নিজের প্রতি এ চরম অজ্ঞাতে করেছি
নিজেরেই নিজে ঘৃণা।
কি করে! কি করে! নিজকে ঠকিয়ে
আমি যে নির্দোষ সাধু সাজি,
একদিন দিতেই হবে জবাব, দিতেই হবে
সৃস্টিকর্তা যেদিন হবেন কাজী।
আমি যে মানুষ – এ কথা ভাবলে কি
করতে পারি পশুদের কাজ,
সকলের সামনে অপরাধ প্রকাশেও
হইনা অনুতপ্ত, পাই না লাজ।
তবে আমার কি মনুষ্যত্ব বোধ জ্ঞান
স্বার্থের তরে পেয়ে গেছে লোপ?
সত্যি তাই! সত্যি তাই! আজ ভেবে দেখি
নিজের প্রতি এ নিজেরই ক্ষোভ।
নিজকে আজ শুধাতে আমি হয়ে গেছি যে
পাগলপ্রায় চরম ব্যস্ত ও অস্থির,
যাই মসজিদে, মন্দিরে প্রার্থণা মাগতে
সৃস্টিকর্তার কাছে নুয়াই এ শির।
Discussion about this post