সাখাওয়াত হোসেন সেলিম ইউএসএ নিউজ, নিউইয়র্ক ঃ আমেরিকায় বাংলা রেডিও এখন ফোনে শোনা যাচ্ছে। জেনো রেডিও নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ বেতার, হ্যালো ঢাকা, রেডিও গুন গুন, কোরআন, লেমন ২৪ সহ বেশ কটি ফ্রি বাংলা চ্যানেল ফোনে চালু করেছে। যে কোন সেল কিংবা ল্যান্ড ফোন থেকে নির্ধারিত ফোন (৮৩২-২৮০-০৮৫৭) নাম্বারে ডায়াল করে ১,২,৩,৪,৫…ইত্যাদি চাপলেই শোনা যায় কাঙ্খিত বাংলা রেডিও। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউনে গত ১৫ জুন জেনো রেডিও’র পক্ষ থেকে মিট দ্য প্রেস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ফোনে বাংলা রেডিও সম্প্রচারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেনো রেডিও’র ফাউন্ডার প্রেসিডেন্ট বারুখ হার্জফেল্ড, ভাইস প্রেসিডেন্ট ইওসি রোসেনবার্গ, কর্মকর্তা মারজানুর রহমান লিখন, আনিতা প্রমুখ। মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয়, জেনো রেডিওর মাধ্যমে বর্তমানে বিভিন্ন দেশের ৩৫০ টি রেডিও স্টেশনের সম্প্রচারিত অনুষ্ঠান শোনা যাচ্ছে। প্রতিদিন ২৪ ঘন্টাই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। শিগগিরই বাংলাদেশের রেডিও টুডে, রেডিও ফ’র্তি. রেডিও আমরা সহ পর্যায়ক্রমে সব কটি চ্যানেল সংযোজন করা হবে। যাতে প্রবাসে বসেও বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল গুলোর অনুষ্ঠানমালা প্রবাসীরা শুনতে পারে জেনো রেডিও সে ব্যবস্থা করবে।
Discussion about this post