আর এ গনির মৃত্যুতে কুয়েত বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল
আল আমিন রানা, বাংলার বার্তা কুয়েতঃ কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জননেতা, ডক্টর আর,এ গনি’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহ্ফিল আয়েজন করেন বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপি কুয়েত। কুয়েত সিটিস্থ হাওয়ালী প্রাণকেন্দ্র সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় ও যুগ্ন সাধারণ সম্পাদক একে আজাদ নুরের ইসলামিক আলোচনায় শুত্রুবারদিন বিকালে এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান অতিথির আসন গ্রহন করেন সাবেক সভাপতি ও উপদেষ্টা চুন্নু মোল্লা ,বিএনপি, কুয়েত।
দোয়া শোক মাহফিলে কুয়েত বিএপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুয়েত বিএনপির ও তার প্রদেশ শাখার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর আর,এ গনি’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন- মহানগর উত্তর, মহানগর দক্ষিন,হাওয়ল্লী প্রদেশ, জাহরা প্রদেশ,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল,নবাব গঞ্জ বিএনপি কুয়েত শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভাপতির সমাপনি বক্তব্য বলেন-বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত বিনয়ী ড. আর এ গনির মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা পূর্ণ হবার নয়। দেশের এই ত্রুান্তিলগ্নে দল মত নির্বিশেষে সবাইকে গনতন্ত্র পূর্ণরুদ্বারের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান। সেই সাথে শোক ও দোয়া মাহফিলে ড. আর এ গনির রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক একে আজাদ নুর বিশেষ মোনাজাত পরিচালনা করেন। আল আমিন রানা, বাংলার বার্তা কুয়েতঃ
Discussion about this post