স্বপ্নকন্যা-ধ্রুব মজুমদার
কত সুন্দর লেগেছিল সেদিন তোমাকে
যেদিন মধ্যরাতে ঘুমের মধ্যে ডেকেছিলে
জ্যোৎ¯œার রঙ মাখা কঁচিলাউয়ের ডগার শরীরে
জোঁনাকি আর শিঁশির রঙে
দূর্বা ঘাসের নকশার শাড়ি জড়িয়ে।
কত সুন্দরই না লেগেছিল সেদিন তোমাকে
তুমি বসে ছিলে আমার মাথার কাছে
দীঘল কালো খোলা কেশ: ঘ্রাণ
ছড়িয়েছিল আমার বুকের মধ্যে।
নাকে নাকফুল, কানে দুল, কপালে কালো টিপ
ঠোঁট দু’টি কাঁপছিল অজানা ভয়ে।
আমার বুকের উপর কোমল একটি হাত রেখে
কানের কাছে চুম্বনের শব্দে অস্পষ্ট ভাষায় কিছু বললে
না বুঝার আগেই নূপুরের আওয়াজ তুলে চলে গেলে
নূপুরের আওয়াজে জাগালে আমাকে, নিজেকে হারিয়ে।
^
^
^
^
আলতা রাঙা নগ্ন পা-ধ্রুব মজুমদার
আলতা রাঙা নগ্ন পা এখন আর নেই তোমার
বিকাশিত হয়েছে তোমাদের সভ্যতা
উন্নত হয়েছে মর্যদা, কেননা মর্যাদার জন্যে
রাজপথে নেমেছে রুইকাতলার দল।
আজ তোমরা নও ভিন্ন সমাজের বাসিন্দা
ভবিষ্যৎ উজ্জল নি:শ্চিত——
রাজনৈতিককর্মী, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, নাট্যকর্মী
ইত্যাদি ইত্যাদি কত শত কর্মী—-
তেমনি তোমার নামের পদন্নোতি হয়েছে।
আজ আর তোমরা বেশ্যা কিংবা পতিতা নও
নবসংস্কারে নাম হয়েছে যৌনকর্মী।
গাঢ় মেকাপের আড়ালে এইডসের
মরণ ভয়কে করেছ জয়
তোমার সভ্যতা বিলীন হবার সম্ভাবনা নেই
তোমার সন্তানেরা এ পথেই হাটে ।
Discussion about this post