এমডি রিয়াজ হোসেন (রোম) ইতালীঃ বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য ও অর্জনের গৌরবময় পথচলার ৬৯ বছর উদযাপন করেছে ইতালী আওয়ামী লীগ। আয়োজন করেছে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের। রোমের একটি হল রুমে কেক কেটে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন। বিশেষ অতিথি ছালেন ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম। এ সময় বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, বাংলাদেশ জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ ,ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারি, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ, মোক্তার জামান,মহিলা সম্পাদিকা মলি জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালী, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নয়না আহমেদ, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম সহ মহিউদ্দিন তফাদর, ফারুক ফরাজী,শেখ ইসহাক,সাইফুল ইসলাম,মাসুদুর রহমান,রাজীব আহসান,শামীমা পপি, নীলা,জি আর মানিক,সাব্বীর হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দলের মধ্যে কোন বিভক্ত, দ্বন্দ্ব রাখা যাবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে কাজ করতে হবে। পুনরায় প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনার জন্য ঐক্যের বিকল্প নেই। এ সময় কর্মীরা ইতালি আওয়ামী লীগের ঢেলে সাজাতে খুব শীঘ্রই সম্মেলনের দাবী জানান।
Discussion about this post