কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় পীরসাহেব চরমোনাইর পীরের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুয়েত শাখার নেতৃবৃন্দ কুয়েত সিটির রাজধানী হোটেলে ৩১ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুয়েত শাখার ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তাগণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় পীরসাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করার এই আহবান করেন। সংগঠনের সভাপতি শায়খ আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ গোলাম সারোয়ার সিরাজীর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের সভাপতি শায়খ এমদাদুল্লাহ বেলালী, আন্দোলনের সেক্রেটারি শায়খ আবদুর রহমান জামি, সিনিয়র সহসভাপতি শায়খ ইসমাইল, সহসভাপতি মাওলানা সৈয়দ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ফরওয়ানিয়া প্রদেশ শাখার সভাপতি জনাব জহিরুল ইসলাম, জাহরা প্রদেশ শাখার সহসভাপতি হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন প্রমুখ । ইফতার পুর্বে সদ্য প্রয়াত দেশ বরেণ্য চার জন আলেম এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলেমগন হলেন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত মুফতি আজম মুফতি নুর আহমদ, প্রবীণ মুহাদ্দিস মাওলানা মমতাজুল করীম বাবা হুজুর এবং নোয়াখালী চরমুটুয়া মাদরাসার মুহতামিম ও বেফাকের প্রধান প্রশিক্ষক মাওলানা শিব্বির আহমদ র. দোয়া পরিচালনা করেন শায়খ আবদুল্লাহ আল হারুন । অনুষ্ঠানে ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য সংস্থা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের বিশিষ্ট উলামায়ে কেরাম সহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
Discussion about this post