মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা ব্যুরো: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: বুড়িচং এসএমই/কৃষি শাখার উদ্যোগে সেতুবন্ধনের ১০০ দিনের কর্মসূচী উপলক্ষে গত বুধবার এক আলোচনা সভা শাখা ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিনিয়োগ প্রকল্পের কেন্দ্র লিডার, ডেপুটি কেন্দ্র লিডার , কৃষক ও বিভিন্ন পর্যায়ের বিনিয়োগ গ্রাহকগন এতে অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ইসলামী ব্যাংক আরডিএস নামে যে প্রকল্প হাতে নিয়েছে তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয় ও ফলপ্রসু। যার প্রভাব ইতোমধ্যেই গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রচলিত সুদি এনজিও গুলোর শোষণ থেকে মুক্ত হতে ইসলামী ব্যাংকের সুদ বিহীন বিনিয়োগ ব্যবস্থায় সকলকে নিয়োজিত হওয়ার আহবানও জানান তিনি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো: আবু তাহের। তিনি বিনিয়োগ গ্রাহকদেরকে সুদ থেকে বেরিয়ে বর্তমানে ইসলামী ব্যাংকের সর্বাধুনিক প্রযুক্তিগত সেবা সমূহ গ্রহণ করার আহবান জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যাপক মো: নুরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো: কামাল হোসেন। অনুষ্ঠানে পল্লী উয়ন্নন প্রকল্পের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্র লিডার নিলুফা পারভীন ও নারগিছ আক্তার, কৃষক আবদুস সালাম, সাধারণ বিনিয়োগ গ্রাহক মো: মুমিনুল ইসলাম ও আবদুল জলিল ভূইয়া প্রমূখ। অনুষ্ঠান শেষে সভাপতি সফল ১০ জন কেন্দ্র লিডারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Discussion about this post