শরীফ মো. মিজানুর রহমানঃ কুয়েতে মাহবুলা মসজিদ মরিয়ম আদ দুখান এ বাদ জুমা হাজারো প্রবাসির উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আবদুল খালেক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মোস্তাকুর রহমান, বিশেষ অতিথি মাওলানা আবদুর রহিম, মাওলানা বশীর উল্যাহ, ব্যবসায়ী আলমগীর হোসেন, মাষ্টার নুরুল ইসলাম সহ অনেকে বক্তব্যে বলেন, যে ব্যক্তি নবী এবং হজ্ব নিয়ে এই ধরনের কটুক্তিমূলক বক্তব্য দিতে পারেন সে মুসলমান নয়, তার নাম “মুরতাদ শয়তান “। তাকে অতিসত্তর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় সর্বস্তরের কুয়েত প্রবাসীগন।
Discussion about this post