কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস’র মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন ও ডিফেন্স এর্টাচি বিগ্রেডিয়ার জেনারেল নাসিমূল গনি’কে দৈনিক ইয়াদ পত্রিকার সৌজন্য কপি দিচ্ছেন কুয়েত প্রতিনিধি
কুয়েত থেকেঃ কুয়েতস্থ মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন,্এনডিসি.পিএসসি (অবঃ) ও ডিফেন্স এর্টিিচ বিগ্রেডিয়ার জেনারেল নাসিমুল গনি’র সাথে এক সৌজন্যে সাক্ষাতে দৈনিক ইয়াদ পত্রিকার কুয়েত প্রতিনিধি সবার সু-পরিচিত কবি ও সাহসী সাংবাদিক আল আমিন রানা ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সময়ের সাহসী সংবাদ পত্র নতুন ধারার জাতীয় দৈনিক “দৈনিক ইয়াদ” পত্রিকার সৌজন্য সংখ্যা হাতে তুলে দেন। সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি কুয়েত’র সহ সভাপতি মিজান আল রহমান। সৈৗজনো সাক্ষাতে মান্যবর রাষ্ট্রদূত এর সাথে আল আমিন রানা সম-সাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সে সময় রাষ্ট্রদূত সাহেব আল আমিন রানার প্রতি আশাবাদী খারাপ দিক থেকে বিরত থেকে ভাল দিকগুলো সংবাদ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ ভাবে পরিবেশন করে কুয়েতে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে।
Discussion about this post