শেষ হচ্ছে কুয়েত প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ই-পাসপোর্ট পেতে যাচ্ছেন কুয়েত প্রবাসীরা। ইতোমধ্যে এই প্রকল্পের যন্ত্রপাতি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের শনিবার (১৮ মার্চ) কুয়েতে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ২২ মার্চ কুয়েতে উদ্বোধন হতে যাচ্ছে ই-পাসপোর্ট সেবা। কুয়েত প্রবাসীদের এ সুখবর দিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার দাবি দীর্ঘদিনের। দেশটিতে বর্তমানে বাংলাদেশির সংখ্যা তিন লাখের কাছাকাছি। স্থানীয় আইন অনুসারে, আকামা নবায়নে পাসপোর্টের মেয়াদ এক বছর পূর্ণ থাকতে হয়। একদিন কম হলেও আকামা নবায়ন বিবেচিত হয় অযোগ্য হিসেবে। পাঁচ বছর মেয়াদি পাসপোর্টে আকামা লাগাতে গিয়ে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক প্রবাসীর পাসপোর্ট কোম্পানি বা মালিকের কাছে জমা থাকায় তারা সঠিক সময়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করতে পারেন না। আর সময়মতো আকামা নবায়ন করতে না পারায় প্রতিদিন দুই দিনার করে জরিমানা গুনতে হয়েছে অনেক প্রবাসীর। ফলে শিগগিরই ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের ভোগান্তির অবসান হবে। ই-পাসপোর্ট গ্রাহকদের হাতে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সেবা থেকে প্রবাসীরা যাতে বঞ্চিত না হন, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। গত বছর ই-পাসপোর্ট সেবা চালু করার কথা ছিল কুয়েতসহ বিভিন্ন দেশে, যা নানা কারণে বন্ধ হয়ে যায়। তবে নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা বাস্তবায়নে জার্মানির ভেরিডোস কোম্পানির প্রযুক্তি সহয়তায় কাজ করছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং দূতাবাসের অন্য কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টোয় চলতি মাস থেকেই ই-পাসপোর্ট সেবা পেতে যাচ্ছেন প্রবাসীরা। গেল ১৭ মার্চ এই প্রকল্পের যন্ত্রপাতি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে। দূতাবাস সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল কুয়েতের পথে রয়েছে। স্থানীয় সময় ১৮ মার্চ বিকেল ৩টায় কুয়েত এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তাদের সেখানে পৌঁছানোর কথা রয়েছে। যুগ্ম সচিব আলী রেজা সিদ্দিকীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সমন্বয়ে ছয় সদস্যের প্রতিনিধি দলটি ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কুয়েতে অবস্থান করবে। এদিকে পাসপোর্ট ভোগান্তি থেকে পরিত্রাণের খবরে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
Discussion about this post