জঙ্গিবাদ
-শেখ জহির রায়হান
আমরা যখন কথা বলি
নিয়ে কারো পক্ষ
মাথার ঘাম – পায়ে ফেলি
যুক্তি তুলি; কে কত দক্ষ।
এমনি করে দলাদলি
করি শুধু তর্ক
হাট-বাজারে বলাবলি
ভাঙ্গলো সম্পর্ক।
আজ তাই দেশে-দেশে
জাতিগত মতবাদ সঙ্গী
মানব কেন দানব বেশে
হয়ে গেছে জঙ্গি ।
এইভাবে গোটা দেশ,
গোটা বর্হিবিশ্বে-
মরছে মানুষ, করছে শেষ
জঙ্গিরা আজ শীর্ষে।
Discussion about this post