কুয়েত প্রবাসী নাসরিন আক্তার মৌসুমী’র সম্পাদনায় একুশের বইমেলায় কাব্যগ্রন্থ “কোভিড-১৯” পাওয়া যাচ্ছে। কুয়েত প্রবাসী কবি, সাংবাদিক এবং সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী’র এবারের একুশের বইমেলায় ১৯ জন কবি” র কবিতা নিয়ে “কোভিড-১৯ ” কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। বইটি পাওয়া যাচ্ছে অক্ষরবৃত্ত – ১৬৯ নাম্বার স্টলে।
“কোভিড-১৯ ” এই যৌথ কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে সমসাময়িক ঘটনার পেক্ষাপট নিয়ে। কোভিড-১৯ এর কোভিড-১৯ এর কবি’রা হলেন
১) শিরীণ আখতার ২) মোরশেদ আলম বাদল ৩) মরিয়ম চৌধুরী ৪) মো.মঈন উদ্দীন ৫) মাসুমা মনি ৬) মাসুদ কামাল ৭) অরনী চৌধুরী ৮)শ্রাবণ আহমেদ ৯) শাহনাজ রহমান ১০) শেখ হেলাল আহমদ ১১) রহিমা আক্তার রীমা ১২) সৈকত মাহমুদ ১৩) মোসা. জান্নাতুল মাওয়া ১৪) জলি শরীফ ১৫) কানিজ ফাতেমা ১৬) হাছেনা ফেরদৌস মুন ১৭) রোমানা রশিদ শারমিন ১৮) নাসরিন জাহান মাধুরী এবং ১৯) সেলিম রেজা। “কোভিড-১৯ ” দেশ এবং প্রবাসের উনিশজন কবি নিয়ে এই যৌথ কাব্যগ্রন্থটি। সম্পাদক বলেন মূলত নতুন পুরাতন কবিদেরকে তুলে ধরার একটু প্রয়াস মাত্র। আশা রাখি বিগত কাব্যগ্রন্থের মতই এই “কোভিড-১৯ “ও পাঠক প্রিয়তা পাবে বলে আশা ব্যক্ত করেন।
মধ্যপ্রাচ্যের এই কবি এ পর্যন্ত আন্তর্জাতিক মানের ৬টি বই সম্পাদনা করলেন।
১) স্বপ্নের সাতকাহন ( ১মখন্ড), ২) পিদিম , ৩) স্বপ্নের সাতকাহন (২য় খন্ড)
৪) বায়ান্ন থেকে একাত্তর, ৫) সাতরঙা রঙধনু এবং ৬) কোভিড-১৯
প্রবাসে থেকে বাংলাদেশের শিল্প সাহিত্য তুলে ধরার অনন্য প্রচেষ্টা। বহির্বিশ্বের দোরগোড়ায় বাংলা সাহিত্য পৌঁছে যাক এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই প্রবাসী কবি।
Discussion about this post