বাংলার বার্তাঃ প্রিয়মুখ প্রকাশন থেকে কুয়েত প্রবাসী লেখক শামসুল হক শামস এর লেখা বই “রম্য এক্সপ্রেস” বইটির মোড়ক উন্মোচন হয়েছে নজরুল মঞ্চে। রম্য গল্প বইটির প্রচ্ছদ করেছেন শেখ সাদী, অলঙ্করণে রবিউল ইসলাম সুমন, প্রকাশক আহমেদ ফারুক। বইটি এবারে একুশে বই মেলায় স্টল নং-১০৯ পাওয়া যাবে।
শামসুল হক শামস এর প্রথম প্রকাশিত বই ”রম্য এক্সপ্রেস” এর মোড়ক উন্মোচন করেন দৈনিক নয়াদিগন্তের থেরাপি বি.স সাংবাদিক সোহেল অটল, সাংবাদিক ও ছড়াকার আহমদ আমিন , শিক্ষাবিদ শাহাব উদ্দিন আহমেদ।
Discussion about this post