কুয়েতে এক বাংলাদেশি ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয় আহমেদি গভর্নরেট থানায় মামলা করেছেন এক কুয়েতের নাগরিক। কুয়েতের নাগরিক ওয়াফরা এলাকায় অবস্থিত তার খামারে বৈদ্যুতিক, স্যানিটারি এবং কিছু নির্মাণ কাজের জন্য এক বাংলাদেশী ঠিকাদার কে অগ্রীম চার হাজার পাঁচ শত দিনার (বাংলাদেশী টাকায় প্রায় ১৩ লক্ষ টাকা) অগ্রীম প্রদান করেছিলেন। কিন্তু কোনো কাজ না করে বাংলাদেশি ঠিকাদার উধাও হয়েছে বলে জানান। কুয়েতের ওই নাগরিক নিরাপত্তা কর্তৃপক্ষকে মোবাইল ফোন নম্বর ও বিবরণ দেন। ওই নম্বরে কল করলে দেখা যায় সেটি বন্ধ। প্রতারণার একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দাদের কাছে রেফার করা হয়েছে বলে কুয়েতে স্থানীয় দৈনিকেআরব টাইমস্ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। খবরে ঐ বাংলাদেশীর কোন পরিচয় প্রকাশ করা হয়নি।
Discussion about this post