আগামী কয়েক মাসের মধ্যে একটি অডিও ফিচার সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে ফেসবুক- এমনটাই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।ক্লাবহাউসে’র মতো অডিওনির্ভর সেবা এনেছে ফেসবুক। এই সেবার মাধ্যমে লাইভ অডিও রুম এবং পডকাস্ট সুবিধা পাবেন ফেসবুক ব্যবহারকারীরা। সোমবার ফিচারটি অবমুক্ত হয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যবহারকারী ফিচারটির সুবিধা পাবেন। মূলত অডিও সেবানির্ভর অ্যাপ ক্লাবহাউসের জনপ্রিয়তার পরই ফেসবুক একই ধরনের সেবা আনার ঘোষণা দিল। ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, অডিও রুমে আলোচনা চলার আগে বা চলাকালীনও বক্তা নির্বাচন করে দেওয়ার সুযোগ থাকবে আয়োজকের হাতে। সব মিলিয়ে ৫০ জন বক্তা থাকতে পারবেন এক আয়োজনে। ফেসবুকে ব্যবহারকারীরা ‘ভেরিফায়েড নন’ এমন লোকদেরও কথা বলার জন্য আমন্ত্রণ জানানো যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা শ্রোতা হিসেবে ওই রুমগুলোতে যোগ দিতে পারবেন। মূলত করোনার প্রাদুর্ভাবে ঘরে থাকা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে আইওএস অ্যাপ ক্লাবহাউস। সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্যও চালু হয়েছে অ্যাপটি। ফেসবুকপ্রধান মার্ক জাকারবার্গও প্ল্যাটফর্মটি ব্যবহার করেছিলেন। বিশ্নেষকরা বলছেন, নানা উপায়ে ফেসবুকে ব্যবহারকারীদের সংযুক্তি তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন জাকারবার্গ। এবার অডিও প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকে নতুন ফিচার যুক্ত করে মাইক্রোব্লগিং টুইটার এবং মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ডের সঙ্গে টক্কর দেবে ফেসবুক। মূলত অডিও ফিচারের জনপ্রিয়তায় স্পটিফাই, স্ল্যাক, লিংকডইন এবং রেডিটও একই ধরনের সেবা আনার বিষয়ে কাজ করছে। কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করার জন্য উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠান ফেসবুক বলেছে, তারা লাইভ অডিওরুম রোলআউটে সংগীতশিল্পী, সাংবাদিক এবং ক্রীড়াবিদসহ জনসাধারণের সঙ্গে অংশীদারিত্ব রাখবে।
Discussion about this post