তৈয়বুর রহমান টনি নিউ ইর্য়ক: অনুষ্ঠিত হলো দিনব্যাপী ওপেন হাউজে বিপুল সংখ্যক উৎসাহী মানুষের সমাগম ঘটে। ‘কালচারাল ট্যুরিজম ডিসি’ নামক ওয়াশিংটন ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র ও পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকগণ অংশগ্রহন করে। এই ওপেন হাউজ আয়োজনের মাধ্যমে কালচারাল ট্যুরিজম ডিসি ওয়াশিংটনে অবস্থিত দূতাবাসসমূহের সাথে যোগ দিয়ে বিশ্বের সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরে।বিগত বছরসমূহের ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠ বারের মতো বাংলাদেশ দূতাবাস এ অনুষ্ঠানটির আয়োজন করেছে। এখানে উল্লেখ করা যায়, মার্কিন পররাষ্ট্র দফতর কালচারাল ট্যুরিজম ডিসির পাসপোর্ট ডিসি নামক কর্মসূচীর সম্মানে মে মাসকে আন্তর্জাতিক সাংস্কৃতিক সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের ও তার পত্মী রিফাত সুলতানা আকরাম এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ আগত অতিথিদের অভ্যার্থনা জানান। দিনের কর্মসূচীর মধ্যে ছিল বাংলাদেশের হস্তশিল্প ও রফতানীযোগ্য পণ্য প্রদর্শন এবং দ্রুপদ সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ দূতাবাস খ্যতনামা শিল্পী অধ্যাপক মতলুব আলীর একক চিত্র প্রদর্শণী ‘আত্ম-পরিচয়ের সন্ধান’ শিরোনামে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গৌরবময় দিক এবং লোকজ ঐতিহ্য চিত্র প্রদর্শণীতে তুলে ধরা হয়। বাংলাদেশে অভ্যুদ্বয়ের ইতিহাসসহ নারীর ক্ষমতায়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বর্তমান গণতান্ত্রিক সরকারের সাফল্য তুলে ধরে। অতিথিগণ বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার গ্রহন করেন। অনুষ্ঠানটিতে এ বছর প্রায় তিন হাজারেরও বেশী অতিথি অংশগ্রহন করে।
Discussion about this post