বাংলানিউজ: দেশে ইন্টারনেট গ্রাহক বাড়ছে। সঙ্গে বাড়ছে এর চাহিদাও। সব মিলিয়ে আসলে ভবিষ্যতটা ইন্টারনেটের হাতেই চলে যাচ্ছে। এ চাহিদায় তারহীন ইন্টারনেট সেবাদাতা ওললো নতুন সেবা প্যাকেজ অফার করেছে। সূত্র এ তথ্য জানিয়েছে।
এবারের সামার অফারে তাই ওললো নিয়ে এসেছে ৯৯ টাকার খুদে প্যাকেজ। এ মুহূর্তে ওললো ডনগল মডেম পাওয়া যাবে ১ হাজার ৪৯৯ টাকায়। শিক্ষার্থীদের জন্যই এ সাশ্রয়া প্যাকেজ এনেছে ওললো।
এ খুদে অফারে থাকছে ৬ জিবি ফ্রি ব্যান্ডউইথড। আর ৫১২ কেবিপিএস গতির ইন্টারনেট নিশ্চয়তা তো থাকছেই। সেবাদাতা সূত্র এ তথ্য জানিয়েছে।
এ ছাড়াও বিস্তারিত জানতে আগ্রহীরা (www.ollo.com.bd) এ সাইটে তথ্য পাবেন। আর ফেসবুকের (facebook.com/OlloBangladesh) এ লিঙ্কে দেওয়া আছে প্রয়োজনীয় সব তথ্য। হ্যালো: ০৯৬১১০১৬২৪৩।
Discussion about this post