কসবা প্রতিনিধি : কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের প্রাচীনতম মন্দভাগ বাজারের প্রধান রাস্তার উপর অবৈধভাবে পাকা ওয়াল দিয়ে দোকান ভিটি ঘর নির্মাণের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে গতকাল রোববার (১৬ জুন) উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত ভাবে আবেদন করা হয়েছে।
মন্দভাগ বাজার কমিটি ও ব্যবসায়ীগনের প্রেরিত অভিযোগে জানা যায়, বাজার কমিটির বাধা উপেক্ষা করে অবৈধভাবে সরকারি রাস্তার উপর পাকা ওয়াল-ঘর নির্মাণ করে ক্রেতা-বিক্রেতাসহ বাজারের মালের গাড়ি চলাচলে বিঘœ ঘটায়। ফলে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। অবৈধভাবে দোকান ভিটি নির্মাণকারীগন হচ্ছে চারুয়া গ্রামের মৃত আবেদ আলীর পুত্র ফরিদ মিয়া, মন্দভাগ গ্রামের মৃত তালেবালীর পুত্র ফজলু মিয়া, কায়েমপুর গ্রামের আশুতোষ দেবের পুত্র নিতাই দেব ও চারুয়া গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র নাছির মিয়া। কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার জানান, মন্দভাগ বাজারের অবৈধভাবে ভিটি-ঘর নির্মাণকারিদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের সহযোগীতা চাওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে সহকারী কমিশনার (ভূমি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং অবিলম্বে অবৈধভাবে নির্মিত দোকান ঘর সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হলে দোকান নির্মাণকারিগন তাদের দোকন ঘর ভেঙ্গে ফেলার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
Discussion about this post