মো. অলিউল্লাহ সরকার অতুল, রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামে তাছলিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করার অভিযোগে ২ যুবককে গত রোববার রাতে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃরা হলেন; কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের ওসমান মিয়া (৩৫) এবং কসবা উপজেলার খাড়েরা গ্রামের সুমন মিয়া (৩২)। গ্রেফতারকৃতরা গৃহবধু তাছলিমাকে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা গেছে; নিহত তাছলিমা আক্তারের মোবাইল ফোনের কল লিষ্ট ধরে ওসমান মিয়াকে গত রোবার (০২ ফেব্রুয়ারি) রাতে কসবা উপজেলার পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর গ্রাম থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার সকালে কসবা উপজেলার খাড়েরা গ্রামে সুমন মিয়াকে গ্রেফতার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে; গত ২১ জানুয়ারি দিবাগত রাতে তাছলিমাকে নিয়ে তার স্বামী টিভি দেখছিল। রাত ১১টায় তার স্বামী ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে টিভির শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। পাশে স্ত্রীকে না দেখে বাড়ির লোকজনদের ডেকে খোঁজাখুঁজি করে। পরে পরদিন ২২ জানুয়ারি সকালে তার লাশ বাড়ির পাশে হারুন মিয়ার জমিতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃত তাছলিমাকে খুঁজে পায়। এ ঘটনায় ওই দিনই নিহতের স্বামী রুসন আলী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মোরশেদ আলম বলেন; মোবাইল ফোনের তালিকা ধরে ওসমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওসমান গৃহবধু তাছলিমা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মতে সুমনকেও গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post