মো. অলিউল্লাহ সরকার অতুল ।
শনিবার ৬ জুলাই বিকেলে কসবা টিআলী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গৌরাঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে বাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। খেলায় উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আলহাজ মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন ভুইয়া বকুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার লাইলা নুর, বাদৈর ইউপি চেয়ারম্যান এম মারুফ হাছান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডভোকেট আজিজুর রহমান, কসবা টিআলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী, সাধারণ সম্পাদক মো. আবু জাহের ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নাজির আহাম্মদ। ফাইনাল খেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্ণমেন্টে ১৬১টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে। খেলা শেষে চ্যাম্পিয়ানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post