মো. অলিউল্লাহ সরকার অতুল : কসবা উপজেলায় সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গ্যাসের দাবীতে বৃহস্পতিবার ৬ জুন মানব বন্ধন করেছে। মানব বন্ধন শেষে সর্বদলীয় কমিটি ১৩ জুন সালদা গ্যাসফিল্ড অবরোধের কর্মসুচী ঘোষণা করেন।
কসবা উপজেলার প্রধান সড়কে দুই সারিতে সকাল ১০টা ৫৬মিনিট থেকে প্রায় ৩৫মিনিট মানব বন্ধনে প্রায় ২ হাজার নারী-পুরুষসহ সর্বদলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন; উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, কসবা প্রেসকাব সভাপতি মো. সোলেমান খান, গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও জাপা নেতা মনিরুল হক মনির, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি. হাক্কানী, সাধারণ সম্পাদক আবু জাহের, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, জাপা নেতা দেলোয়ার হোসেন দেলু, মো. ফরিদুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান ও গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুল সংশ্লীষ্ট মন্ত্রনালয়কে ৭ দিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। দাবী মানা না হলে ১৩ জুন সালদা গ্যাস ক্ষেত্র অবরোধ করে পরবর্তী কঠিন আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। কমিটির সদস্য সচিব মনিরুল হক জানান, ওইদিন রাজপথ রেলপথ অবরোধসহ হরতালের কর্মসূচী দেয়া হতে পারে।
Discussion about this post