কসবা উপজেলায় মঙ্গলবার (১ জানুয়ারি) বয়েজ স্কুল মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদল ৩৪ পাউন্ড ওজনের একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ।
উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি জহিরুল হক, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল। বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্মসম্পাদক ইকরামুল হক ভূইয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম ভূইয়া, পৌর বিএপি’র সভাপতি আশরাফ আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লুৎফর নাহার রীনা, মাকসুদুর রহমান দীপু, সিদ্দিকুর রহমান বাবু, কাইমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী আমিনুর রহমান, নবনির্বাচিত উপজেলা যুবদলের সভাপতি ওসমান হারুন অর রশীদ সাহিন, ছাত্রনেতা আল আমিন, নাজমুল, আনোয়ার, সাহিদুল ও ফরিদ প্রমুখ।
Discussion about this post