ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কসবার শশীদল ও রাজাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হুমায়ুন কবীর জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করেছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনঃস্থাপন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুর্ঘটনা সম্পর্কে এই রেলওয়ে কর্মকর্তা পিটিবিনিউজ২৪.কমকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস শশীদল স্টেশন পেরিয়ে কিছুদুর যাওয়ার পরপরই ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে (বুধবার দিবাগত রাত) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের কাছে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় দু’জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের মধ্যে সাড়ে ছয় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ওই দুটি রেলপথের প্রায় সকল ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।
Discussion about this post