কসবা প্রতিনিধি : কসবায় শুক্রবার ৭ জুন সকালে যুদ্ধাপরাদীদের বিচার দ্রুত সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন। বেলা ১১টায় কসবা-আখাউড়া সড়কের পুরাতন বাজারের স্বাধীনতা চত্ত্বর এলাকায় প্রায় ৩০ মিনিট মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে একটি সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন; কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এডভোকেট এ.কে.এম আজিজুর রহমান, সাবেক কমান্ডার কাজী তাহসীন, সাবেক কমান্ডার আমজাদ হোসেন ফিরোজ, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক আবদুল কাইউম, কেন্দ্রীয় বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমীর সাধারণ সম্পাদক জাফর সাদিক প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশ নেয়।
Discussion about this post