ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাত্বতা প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার ৩য় দিনে পৌর মুক্ত মঞ্চ এলাকায় অবস্থান কর্মসূচী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এসব কর্মসূচী থেকে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী উঠেছে। গণজাগনের মঞ্চে মুক্তিযোদ্ধা, ঘাতক দালাল নিমুল কমিটি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশ নেয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এ কর্মসূচী চলবে। একাত্বতা প্রকাশ করেছেন, কসবা প্রেসকাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক আবু জাহের ভুইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তারেক, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, ঘাদানিক নেতা জহিরুল ইসলাম মিলন, নাগরিক কমিটির নেতা অলিউল ইসলাম আবুল প্রমুখ।
Discussion about this post