ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কসবার কৃতি সন্তান শ্যামল কুমার রায় কেন্দ্রিয় যুবলীগের ৬ষ্ঠ জাতীয় কংগ্রেসে উপ-প্রযুক্তি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গতকাল ৩১মার্চ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাকে স্থানিয় নেতৃবৃন্দ সংবর্ধনা প্রদান করে। উপজেলা চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া থানা যুবলীগ আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক এ্যারো বাবুল, রাব্বি ও শামিম। আখাউড়া পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আবু কাউসার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আরিফুল হক বাসির, কসবা থানা যুবলীগ নেতা নাজির হোসেন হুমায়ুন, কসবা থানা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল, সহ-সভাপতি মো. রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আজিজ, এমরাহান প্রমুখ। সংবর্ধিত নেতাকে ফুলের তোরা দিয়ে বরণ করেনেন সাবেক ছাত্রলীগ নেতা তারেক আহমেদ। সংবর্ধনার জবাবে শ্যামল রায় বলেন, বর্তমান প্রেক্ষাপটে যোদ্ধাপরাধিদের বিচার বাধাগ্রস্থকারী জামাত শিবিরসহ সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে রোখে শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য স্থানীয় নেতাকর্মিদের প্রতি আহ্বান জানান।
Discussion about this post