মো. অলিউল্লাহ সরকার অতুল : কসবায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরোদ্ধে মিথ্যা মামলা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকার পুন:র্বহালের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা হরতাল গত বুধবার ২৯ মে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে । ভোরে পিকেটাররা উপজেলার প্রধান প্রধান সড়কে টায়ার জালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। কসবার বিভিন্ন রাস্তায় বাস-ট্রাক, সিএনজি ও রিক্সাসহ সবধরনের যান চলাচল বন্ধ ছিল। ব্যাংক, বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। হরতালের সমর্থনে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইকলিল আজমের নেতৃত্বে বেলা বারোটা পর্যন্ত থেমে থেমে পৌর সদরের প্রধান প্রধান সড়কে মিছিল করে। শেষে উপজেলা স্বাধীনতা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মো. আশ্রাফ আলী, যুবদল সভাপতি উসমান হারুনুর রশীদ শাহিন, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, ছাত্রদল সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক মাসুদ আলম ভূইয়া দীপু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, মোহন সরকার, সহিদুল খা, ফরিদ উদ্দিন প্রমুখ।
Discussion about this post