আবুল খায়ের স্বপন: আজ বিকেলে(শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা বাজারে মানবিক সংগঠন সবুজ সংঘের আয়োজনে মাসিক মানবিক ভাতা বিতরণ করা হয়। খাড়েরা ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন বিশ(২০) জন নাগরিকদের প্রতিমাসের প্রথম শুক্রবারে এই বিশেষ ভাতা প্রদান করা হয়। এই কার্য়ক্রম আজ উপস্থিত ছিলেন-
খাড়েরা গ্রামের কৃতি সন্তান, অতিরিক্ত পুলিশ সুপার ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সদস্য উবায়েদ উল্লাহ, সবুজ সংঘের সমন্বয়কারী মোঃ লোকমান হোসেন, মানবিক ভাতা কার্ডের আহ্বায়ক মো:আবু হামজা, সদস্য সচিব নরুল আমিন, সহিদ মিয়া, রিমন ভুইয়া, মোঃ শিপন, সিয়াম মাহমুদ, ফরহাদ প্রমুখ। আগামি মাসের ৭ তারিখ তৃতীয় ধাপ এর ভাতা প্রধান করা হয়।
Discussion about this post