মো. অলিউল্লাহ সরকার অতুল :
সোমবার ৮ জুলাই সকালে কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে স্থানীয় সুপার মার্কেট প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমন্বয়ে প্রত্যেকের হাতে একটি করে পেয়ারার চারা হাতে নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেলা প্রঙ্গণে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুরজিত চন্দ্র দত্ত। মেলায় ১৮টি স্টল বসেছে এবং বিভিন্œ প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিক্রি হচ্ছে।
Discussion about this post