কসবা প্রতিনিধি॥
কসবার বিনাউটি গ্রামের একটি পরিবার মিথ্যা মামলার চরম নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে কসবা প্রেসকাবে গতকাল শনিবার (৪ মে) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের গৃহকর্তী রায়হানা বেগম (৬০)। তিনি তার লিখিত বক্তব্যে জানান তার কলেজে পড়ুয়া পুত্র পারভেজ ২০০০ সালে কসবার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে রাশিদা নামক এক স্বামী পরিত্যাক্তা মহিলার প্রেমের ফাঁদে পড়ে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের পর থেকে ওই মহিলা শ্বশুর- শ্বাশুড়ী ও আত্মীয় স্বজনদের শারিরীক ও মানসিকভাবে নানারকম নির্যাতন করে একাধিকবার হয়রানী মুলক মামলা করে আর্থীকভাবে ক্ষতিগ্রস্থ করে। বিগত জোট সরকারের আমলে কিনহার্ট অপারেনের সময়ও রাশিদা পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে স্বামী পারভেজ ও পরিবারের সদস্যদের নাজেহাল করে। স্ত্রীর অসামাজিক কার্যকলাপে পারভেজ অতীষ্ঠ হয়ে ২০১২ সালের ৯নভেম্বর রাশিদার নারী নির্যাতন মামলা করে। ওই মামলায় পারভেজ জেল হাজতে আছে। পারভেজের মা রায়হানা আক্তার দাবী করেন প্রকৃত অর্থে এটা নারী নির্যাতন নয়। সম্পুর্ণ পুরুষ নির্যাতন। তিনি রাশিদার দায়ের করা মিথ্যা মামলা ও নির্যাতন থেকে মুক্তির জন্য সরকারের সংশ্লীস্ট বিভাগের সহযোগিতা চান। তিনি সাংবাদিকদের জানান, যে পুত্রবধু নয় কালনাগিনী। সংবাদ সম্মেলনে বিনাউটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উস্থিত ছিলেন।
Discussion about this post