নিউইয়র্ক (ইউএনএ): কসবা সোসাইটি ইউএসএ ইন্্ক’র বিশেষ সাধারণ সভায় অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন ও বার্ষিক বনভোজন আয়োজন এবং বাংলাদেশ জাতীয় সংসদের ব্রাক্ষণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সংগঠনের সভাপতি একে এম সফিকুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত সহ সার্বিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিটির জ্যামাইকার হিলসাইডস্থ কিং কাবাব রেষ্টেুন্টে গত ৫ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি একে এম সফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা হাশেম মাহমুদ খান, উপদেষ্টা আব্দুল হাই, আব্দুর নূর ভুঁইয়া সেন্টু, মোহাম্মদ খলিল স্বপন, মোহাম্মদ নাসিম হাসান ও আনোয়ার তালুকদার স্বপন, সহ সভাপতি মোস্তফা কামাল ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান ভুঁইয়া সুমন প্রমুখ। সভার শুরুতে বিশেষ দোয়া পরিচালনা করেন উপদেষ্টা আব্দুল হাই। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন।
সভায় কোষাধ্যক্ষ ইউসুফ ইমাম সবুজ, দপ্তর সম্পাদক মোজাক্কের হোসেন এলিট, ক্রীড়া সম্পাদক মনজুরুল আলম বিটি, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইদুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ তুহিন মিয়া, সদস্য মামুনুর রশীদ, হাবিবুর রহমান, কাজী মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ শাহজাহান, শিপন মিয়া প্রমুখ।
সভায় ব্যাপক আয়োজনে চলতি বছর স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে আগামী ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় জ্যামাইকার হিলসাইডস্থ কি কাবাব রেষ্টুরেন্টে সোসাইটির পরবর্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয় ।
Discussion about this post