বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সহস্রাধিক বাংলাদেশি স্থানীয় আমেরিকান এসোশিয়েশন অব কানেকটিকাট (বাক)- এর প্রতারনার শিকার হয়েছেন। তাদের ঘন ঘন নানা প্রতারনা মূলক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। সর্বকালের রেকর্ড ছড়িয়ে গেছে তাদের প্রতারনার মাত্রা। কানেকটিকাটের ঐক্যবদ্ধ বাংলাদেশিদের বিভক্ত করার যে প্রত্যাশা নিয়ে তারা নির্বাচন জয়ী হয়েছিল তা পুরোটাই সফল হয়েছেন বলা যায়। কারন কানেকটিকাটবাসী এখন দু’ভাগে নয়,বহু ভাগেই বিভক্ত। ইতিপুর্বে এনায়েত-মোখলেস ও অতি সাম্প্রতিককালে তামিম-সুজা বাক-এর কমিটি পরিচালনা কালীন যে সকল নোংরামী কার্যকলাপ প্রকাশ্যে দেখা যায়নি, আশফাক-কামালের বর্তমান কমিটি প্রকাশ্যে সে সকল নোংরা কার্যকলাপে মেতে উঠেছে। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠির সাথে প্রতিযোগিতায় নেমেছে। যার ফলে সাধারন মানুষের মাঝে বাক সম্পর্কে আরও খারাপ ধারনা জন্মাচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন- গত ১৭জুলাই’ ১১ স্থানীয় উইকহাম পার্কে অনুষ্ঠিত মহিলা সমিতির বার্ষিক বনভোজনের দিনে ক্রিকেট খেলার দিন নির্ধারন করেন এবং বাক-এর কতিপয় ব্যক্তি টেলিফোনে অনেককেই বনভোজনে যেতে নিষেধ করেন। গত ১৪ আগষ্ট’ ১১ ম্যানচেস্টারে অনুষ্ঠিত নন্দিনীর ঈদ বাজার অনুষ্ঠানে অংশ গ্রহনের নিমিত্তে নিন্দিনীকে চাপ প্রয়োগ করে ফ্লায়ারে সহযোগিতাকারি হিসেবে বাক-এর নাম ব্যবহার করেন। গত ১৬ ডিসেম্বর ম্যানচেস্টারে মহান বিজয় দিবস পালন করে স্থানীয় হার্টফোর্ড ট্যাক্সি ও লিমো অপারেটর সোসাইটি। ট্যাক্সি ও লিমো অপারেটরদের সাথে প্রতিযোগিতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পরদিন ১৭ ডিসেম্বর চেশায়ার হাই স্কুলে বাক বিজয় দিবস পালন করেন। তাদের এই অনুষ্ঠান নিয়ে কানেকটিকাটবাসীর মনে যে ক্ষোভ জন্মেছে, তা কেয়ামত পর্যন্ত কেউ ভুলবে না। কারন উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশিদেরকে শ্রেণীভেদ দেখিয়ে প্রবেশ মুল্য নির্ধারন করা হয়েছিল। যা পৃথিবীর সকল বাংলাদেশিদের জন্য এটিই প্রথম দর্শনীর বিনিময়ে বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করা। ঘটনাটি গ্রিনিচ বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড করার জন্য নোট পাঠানো হয়েছে। শুধু তাই নয়, উক্ত অনুষ্ঠানে নিউইয়র্ক কনসুলেট অফিস থেকে মোবাইল কনসুলার ক্যাম্প আসবে বলে ইমেইল ও ফ্লায়ারে ভূয়া প্রচার চালিয়েছিল। কিন্তু অনুষ্ঠানে কোন মোবাইল কনসুলার ক্যাম্প আসেনি। এমনকি নিউইয়র্ক কনসুলেট জেনারেলের দপ্তরের কেউ এ ব্যাপারে কোন কিছুই জানতেন না। স্থানীয় সাধারন মানুষের সাথে এমন ধরনের প্রতারনার ঘটনা যুক্তরাষ্ট্রের আর কোথাও ঘটেনি। গত ৩১ ডিসেম্বর’ ১১ ঝংকার স্কুল এন্ড পারফর্মিং আর্টস তিন মাস পূর্বে থার্টি ফার্স্ট নাইট পালনের ঘোষনা দেয়ার পরও বাক-এর কতিপয় ব্যক্তি একই দিনে একই সময়ে বার্লিনে বাক-এর কথিত অফিসে ফ্যামিলি পার্টির আয়োজন করেন এবং টেলিফোনে অনেককেই ঝংকারের অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। গত ২৫ ফেব্রুয়ারি’ ১২ স্থানীয় বাংলা স্কুল বর্ণমালার আয়োজনে অনুষ্ঠিত সম্মিলিত একুশ উদযাপন অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানটি বাক-এর কতিপয় ব্যক্তি ছিনতাই করেন। যা ইতিহাসে একটি বিরল ঘটনা। অন্যের অনুষ্ঠানকে নিজেদের বলে চালিয়ে দেয়ার জন্য নিউইয়র্ক ও বস্টন থেকে টিভি মিডিয়া কর্মিকে ভাড়া করে নিয়ে আসেন। বাক-এর ইতিহাসে তাদের কোন অনুষ্ঠানে বহিরাগত টিভি বা প্রিন্ট মিডিয়া কর্মিকে দেখা যায়নি। এ ঘটনাটিও রহস্যজনক। গত ৩১ মার্চ’ ১২ বার্লিনের অফিসে বাক মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সঠিকভাবে যাচাই বাছাই না করে বেশ কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন। বন্ধুত্ব ও আত্মীয়তার সুত্রে স্বজনপ্রীতির মাধ্যমে একই ব্যক্তিদের বারবার সম্মাননা দেয়ার ঘটনাটি সর্বত্রই আলোচনার খোরাক হয়েছে। জন্মসুত্র থেকে বাক বৈশাখ উদযাপন অনুষ্ঠান বৈশাখে করেনি। কখনও চৈত্র মাসের শেষে, কখনও বা জৈষ্ঠ্য মাসে করে আসেছে। কিন্তু এবারে কোন চিন্তা ধারনা থেকে ১৪ এপ্রিলে পহেলা বৈশাখ পালনের দিন ধার্য করেছেন তা অনেকেরই অজানা। কানেকটিকাটের সকলেই জানেন স্থানীয় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ঐ দিনে পহেলা বৈশাখ পালনের দিন ধার্য করে দু’মাস আগেই সকলকে ইমেইলে অবহিত করেন। এর পরে বাক একই দিনকে বেছে নিয়ে স্থানীয় উইকহাম পার্কে পথমেলা করার ঘোষনা দেন। বাক-এর অভ্যন্তরে কতিপয় কুচক্রি ব্যক্তিদের পরামর্শে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে তাদের প্রতিদ্বন্দ্বি ভাবতে শুরু করেন। এক পর্যায়ে তারা আবহাওয়ার অজুহাতে উক্ত পথমেলাকে একই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে রুপান্তরিত করেন। অথচ কয়েক দিনের আবহাওয়ার রিপোর্ট দেখলে যে কোন ব্যক্তি বুঝতে পারবে ঐ দিন অর্থাৎ ১৪ এপ্রিল শনিবার চলতি মাসের সবচেয়ে ভালো আবহাওয়া। শনিবার ৭০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় থাকবে কড়া রোদ। বাতাসের আদ্রতা শতকরা ৫৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৯ কিলোমিটার। এমন আবহাওয়া খারাপ হয় কিভাবে? বাক-এর নিজস্ব আবহাওয়া দপ্তর থেকে কিভাবে ১৫/২০ দিন আগে আবহাওয়ার আগাম খবর পেল তা কারোই বোধগম্য নয়। এতেই বোঝা যায় হীনমন্যতা এবং স্থানীয় বাংলাদেশিদের সাথে প্রতারনা করাই তাদের একমাত্র কাজ।
Discussion about this post