এস.এম.শারফুদ্দীন সোহেল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ গতকাল শুক্রবার রাত ১২-০১ মিনিটে কালীবাড়ী মোড়স্থ জেলা বিএনপির অস্থায়ী কায্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ১১টায় ঐতিহাসিক রথখলা ময়দান থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি। র্যালীর শুরু হওয়ার পূর্বে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা রথখলা ময়দানে জমায়েত হয়। সকাল থেকে জেলা জাসাসের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে রথখলা ময়দানে সমবেত হয়। আনন্দ র্যালীতে ভ্যান পার্টি, লাঠি খেলা, ধানের শীষ সম্বলিত রং বে-রংয়ের ফেস্টুন ব্যানার, বাঁশিসহ নেতাকর্মীরা আনন্দে ঊচ্ছাসে মেতে উঠে। র্যালীর পূর্বে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩৪টি বেলুন সম্বলিত ফেস্টুন আকাশে উড়িয়ে দেয় জেলা বিএনপির নেতৃবৃন্দ। আনন্দ র্যালীটি রথখলা ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে এসে সমবেত হয়। র্যালী শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান, নিজাম উদ্দিন খান নয়ন, উপদেষ্টা এ্যাড. খন্দকার শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, মহিলা সম্পাদিকা এ্যাড. জেসমিন সুলতানা কবিতা। র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা এ্যাড. মাহমুদুল ইসলাম জানু, প্রবীন বিএনপি নেতা আলী মোহাম্মদ, জেলা যুবদলের আহবায়ক এ্যাড. শরীফুল ইসলাম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সন্দীপ রায়, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক লুৎফুল বারী খোকন, কুটির শিল্প বিষয়ক সম্পাদক মইন আহম্মেদ খান, আইন সম্পাদক এ্যাড. রহম আলী, সমবায় সম্পাদক মেজবাহ উদ্দিন শামীম, প্রচার সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম, শিক্ষা সম্পাদক ওমর ফারুক শাহীন, মৎস্য সম্পাদক এ্যাড. সালেহীন, সহ প্রচার সম্পাদক ফারুক আহমেদ, সহ দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, সহ শ্রম সম্পাদক এম.এ কাইয়ুম, সহ শিক্ষা সম্পাদক প্রভাষক এম.এ আজিজ, জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মিয়া, আতাউর রহমান বাচ্চু, আতিকুর রহমান পিন্টু, রেজাউল করিম শফিক, হারুন-অর-রশিদ, তানভিরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফুল হক টিটু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাশরুর আহমেদ রুমন, নিশু শিকদার, জেলা ছাত্রদল নেতা শহীদুল্লাহ কায়সার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, থানা যুবদলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, পৌর যুবদলের সভাপতি হানিফ উদ্দিন আহমদ রনক, থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লা, জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাদী হাসান সাদবীন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সদরের আহবায়ক আব্দুল আওয়াল বাবুল ও যুগ্ম আহবায়ক এ্যাড. আবু বাক্কার মিলন, থানা জাসাসের সাধারণ সম্পাদক বাপ্পীসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
Discussion about this post