কুয়েত প্রতিনিধি ঃ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শ্রমিক সহ অনেক ছুটিতে দেশে গিয়াছিলেন। বর্তমানে ছুটি শেষে শ্রমিক সহ দেশ থেকে কুয়েতে বিমান বন্দরে পৌছালে কুয়েত বিমান বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ ইমিগ্রেশন থেকে কুয়েতে প্রবেশ করতে না দিয়ে তাদের আবার দেশে ফেরত পাঠানো হচ্ছে। কি কারনে, কি জন্য ফেরত পাঠায় তা আদৌ জানা যায়নি। তবে ডিজিটাল পাসপোর্ট না থাকার কারনে ফেরত পাঠানো হচ্ছে বলে গুজব ছড়ালে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে মেশিন রিডঅ্যাবল (ডিজিটাল) পাসপোর্ট করার হিড়িক পড়েছে। সম্প্রতি মিডিয়া বাংলা চ্যানেলে সংবাদ পরিবেশন করার জন্য আরো বেশী তীব্রতর হিড়িক পড়ে। দূতাবাস কর্তৃপক্ষের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করে জানতে পারে ব্যাপারটা আদৌ সত্য নয়। গত ২৯শে এপ্রিল কুয়েত’র ইমিগ্রেশন হতে ২৬ জন (১লা মে আরব টাইমস্ প্রকাশিত) ৩৬জন বাংলাদেশী ফেরত যায়। কর্তৃপক্ষ জানায় প্রায় ৩০০ জন যাত্রীর মধ্যে ২৬ জনের মধ্যে কেউ নেপালী পাসপোর্ট বহন করে কারো কারো পাসপোর্টে দাগ ও পাসপোর্টের পাতা সংকুচিত অথবা কেউ কেউ পিসি পাসপোর্টে আসে। উল্লেখ্য যে গত কয়েক দিনে কোন সমস্যা হয় নাই বলে দূতাবাস কর্তৃপক্ষ জানায়। দূতাবাস’র পক্ষ থেকে অনেক চেষ্টা করেও ফেরত যাত্রীদের রক্ষা করতে পারেনি। দূতাবাস বিশাল ব্যানার লাগিয়েছে যে, হাতে লেখা পাসপোর্ট ও বৈধ ইকামা থাকলে কোন সমস্যা হবার কারন নেই। মিডিয়ায় বাংলা সংবাদ প্রকাশ হবার পর প্রবাসী বাংলাদেশী শ্রমিক সহ মেশিন রিডঅ্যাবল (ডিজিটাল) পাসপোর্ট করার ভীড় পড়ে। এ বিষয়’কে সামাল বা রক্ষা করার জন্য দূতাবাস কর্তৃপক্ষ কুয়েত’র সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই সেনাবাহিনী মোতায়েন করায় সত্যিই দুঃখ জনক। কিন্তু কুয়েত বিমান বন্দরে গত ৬মে ২০১২ আবারো ১২জন যাত্রী ফেরৎ পাঠানো হয়েছে। ৬ মে বাংলাদেশ থেকে আসা যাত্রী বাশার জানায় কুয়েত বিমান বন্দরে কোন অসুবিধা হয়নি। তবে বাংলাদেশ বিমান বন্দর ইমিগ্রেশন বিভাগে অসাধুপায় কিছু কর্মকর্তা ট্রাভেলস্ এজেন্সি যোগ সাজে নেপালী পাসপোর্টে (পিসি) করে যাত্রী পাঠানোর কারনে বর্তমানে কুয়েত বিমান বন্দরে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রনালয়ে সুরাহা না করা হলে কুয়েতে প্রবাসী মন্ত্রনালয়ে সুরাহা না করা হলে কুয়েতে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের এ সমস্যা হবে না। উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়টি সু-দৃষ্টি রাখার জন্য কুয়েত প্রবাসী’রা বিনীত আহ্বান জানান।
Discussion about this post