আবুল কাশেম হৃদয়।। কুমিল্লার চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদওয়ান আহমেদের বাসায় ৫টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। চান্দিনা উপজেলা পরিষদ সংলগ্ন মনিহার নামক বাসায় দোতলার যে শয়নকক্ষে ঘরে তিনি ছিলেন সেই শয়নকক্ষ লক্ষ করে ককটেলগুলো নিপে করা হয়। শুক্রবার রাত পৌনে বারোটায় এ ঘটনা ঘটে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ এ সময় শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ককটেলের শব্দে তিনি জেগে উঠেন এবং তিনি অক্ষত আছেন। এলডিপি মহাসচিব ড. রেদওয়ান আহমেদ এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে মামলা করবেন বলে জানিয়েছেন। কুমিল্লার চান্দিনা থানার এসআই পায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে বলেছেন এগুলো ককটেল হতে পারে।
Discussion about this post