মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি-
গতকাল বুধবার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ‘মৃত্তিকা আবৃত্তি সংগঠন’ জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, আবৃত্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিকাল ৩টায় সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারী সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি, অভিনেতা ও সংগঠক ফখরুল হুদা হেলাল, যুগান্তর স্বজন সমাবেশের জাতীয় কমিটির সভাপতি বিশিষ্ট লেখক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, আবৃত্তি সংসদের সভাপতি অধ্যাপক রতন ভৌমিক প্রণয়, মৃত্তিকা আবৃত্তি সংসদের সভাপতি মাহতাব সোহেল, কবি নুসরাত জাহান নিশি, কণ্ঠশীলনের সাব্বির, প্রথম আলো বন্ধুসভার কুমিল্লার সভাপতি মহিউদ্দিন লিটন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাশেদুল হক খান। ‘মানুষের নিরন্তর নি:শব্দ ক্রন্দনে আজো উর্বর মৃত্তিকা’-এই শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানে প্রায় অর্ধশত আবৃত্তিকার উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০১১ সালে কুমিল্লায় আবৃত্তি অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য মৃত্তিকা আবৃত্তি সংগঠন থেকে প্রধান অতিথি হাসান ইমাম মজুমদার ফটিক ‘সম্মিলিত আবৃত্তি অঙ্গনকে’ ক্রেস্ট প্রদান করেন। ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সোহেল। দীর্ঘক্ষণ বিভিন্ন রুচির ও বিভিন্ন ধাচের অসংখ্য কবির স্বরচিত কবিতা আবৃত্তি শুনে উপস্থিত সুধীজন করতালিতে মুখরিত করে একটি স্মৃতিময় কবিতা বিকেল সমাপ্ত করে।
Discussion about this post