আব্দুল্লাহ্ আল মানসুর(কুমিল্লা প্রতিনিধি):-
কেন্দ্রীয় সভাপতির মুক্তি এবং নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লায় শিবিরের হরতাল চলাকালীন সময়ে কুমিল্লা মহানগরীর নোয়াগাও চেীমহনীতে শিবির কর্মীরা জড়িত হয়ে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পরে। পরবর্তীতে কুমিল্লা পুলিশ লাইন হইতে একটি পুলিশের কার্ভাড ভ্যান কে লক্ষ্য করে প্রায় একশত শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় কুমিল্লা পুলিশ লাইনে কর্মরত চাঁদপুর জেলার মতলবের কনেষ্টবল সুরুজ আলী ও ড্রাইভার নায়েক তপন চাকমা মাথায় ও হাতে মারাত্বক ভাবে জখম হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সী বিভাগের দ্বিতীয় তলায় ভর্তি করা হয়,এ হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
Discussion about this post