কুমিল্লায় শ্রীকৃষ্ণের আর্বিভাব উপলক্ষে আলোচনা সভা
মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি-
কলিযুগ পাবনাবতার শ্রী কৃষ্ণ চৈতন্য মহা প্রভুর ৫২৬-তম শুভ আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভা ও ভজন সংগীতানুষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ শাখা’র শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের আয়োজনে এবং আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা’র তত্ত্ববধানে গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরী’র ছাতিপট্টি শ্রী শ্রী নৃসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচী’র মধ্যে ছিল যথাক্রমে বিকেল ৩টায় প্রদীপ প্রজ্জ্বলন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন, শ্রী মদভগবদ গীতা পাঠ, গীতাপাঠ করেন- কুমিল্লা ইসকন জগন্নাথ দেবের মন্দিরের টি.এম.সি চেয়ারম্যান শ্রী সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী, বিকেল সাড়ে ৩টায় চৈতন্য দশর্ণ ভিক্তিক ভাগবতীয় আলোচনা সভা, বিকেল সাড়ে ৪টায় ভজন সংগীতানুষ্ঠান এবং আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানমালার। এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়নবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী হারান চন্দ্র দেবনাথের সভাপতিত্ব প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- খুলনা ইসকন প্রধান উপদেষ্টা ও খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আই.ই.এম বিভাগের পরিচালক প্রফেসর ড. তপচৈতন্য দাস ব্রহ্মচারী। প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ ইসকন ন্যাশনাল কমিটি’র এক্সকিউটিভ মেম্বার ডা. বিমলা প্রসাদ দাস। অন্যাদের মধ্যে আলোচনা করেন- কবি ও লেখক দীনেশ ভট্টাচার্য্য ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, সংগীতা পরিবেশন করেন- কুমিল্লা শ্রী শ্রী ভক্তিবৃক্ষ নামহট্ট সংঘের শিল্পী শ্রী আনন্দ নিত্যানন্দ দাসসহ আমন্ত্রিত অতিথি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থানায় ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ শাখা’র শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সদস্য শ্রী বৃহৎ গৌর দাস, শ্রী সুহৃদ নিতাই দাস (সুমন) শ্রী নরশ্রেষ্ঠ গৌর দাস, কৃষ্ণ কমল ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ শাখা’র শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের যুগ্ম সাধারন সম্পাদক মিল্টন রায়, অজিত সরকার, গৌরাঙ্গ ঋষি দাস (গৌরা) প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- শ্রী প্রহল্লাদ নরহরি দাস ও দীপা দেবনাথ। নির্দেশনায় ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক তপন ভট্টাচার্য্য ও কুমিল্লা শ্রী শ্রী ভক্তিবৃক্ষ নামহট্ট সংঘের গোপাল গুরু দাস। শ্রী কৃষ্ণ চৈতন্য মহা প্রভুর ৫২৬-তম শুভ আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভা ও ভজন সংগীতানুষ্ঠান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে করতে পেরে গোটা কুমিল্লাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- উদযাপন কমিটি’র আহবায়ক শ্রী জীতেন্দ্রনাথ তরফদার ও সদস্য সচিব পুষ্পরঞ্জন সরকার।
মুরাদনগরে সি.ডি.পি এর উদ্দোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন
কুমিল্লা ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সি.ডি.পি) এর উদ্দোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করেছে মুরাদনগরে। গতকাল মুরাদনগরের রহিমপুর গ্রামে প্রায় ২০০০ (দুই হাজার ) অসহায় ও দু:স্থদের মাঝে গাইনী, মা ও শিশু, স্বাস্থ্য, মেডিসিন বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করা হয়। এই ফ্রি চিকিৎসা কার্যক্রমে উপস্থিত হয়ে পরিদর্শন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো : নাসির আহাম্মেদ ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো : মনিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো : নুরুল ইসলাম, ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মুরাদনগর উপজেলা শাখার যুগ্ন আহব্বায়ক সৈয়দ রাজিব আহাম্মদ, সি.ডি.পি. উপদেষ্টা ইয়া হান্নান প্রমূখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আহসানুল আলম সরকার (কিশোর)।
Discussion about this post