মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি- কুমিল্লায় বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। গতকাল শনিবার সকালে ‘প্রবীণদের যতœ নিন, স্বাস্থ্য সেবায় এগিয়ে আসুন’ এই শ্লোগান নিয়ে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার টাউনহল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কুমিল্লা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা জেনারেল হাসপাতাল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান, কুমিল্লা সির্ভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম সিদ্দিকী, কুমিল্লা বিএমএ’র সভাপতি ডাঃ শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক ডাঃ আজিজুর রহমান ছিদ্দিকী, কুমিল্লা দোকান মালিক সমিতির সহসভাপতি শাহ মোঃ আলমীর খান, ডাঃ মোঃ শাহজাহান প্রমুখ। এদিকে গতকাল শনিবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম কান্দিরপাড়স্থ আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম চলে। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও বিপিএমপিএ’র কুমিল্লার সভাপতি ডা. এ কে এম আব্দুস সেলিম, সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, সদস্য- মোঃ সাজেদুল হক, কাজী আল মাহমুদ আরিফ প্রমুখ। এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে মহিলা রোগীদের বিনামূল্যে স্বাস্থ সেবা প্রদান করেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. পারভিন মুজিব।
Discussion about this post