কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) কুয়েত সিটির রাজধানী হোটেলে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলী আবদুল ওয়াহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েতের সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউল গনি মামুনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আতাউল গনি মামুন দীর্ঘ প্রবাস জীবনে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ প্রবাসীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রবাস জীবনে ইতি টেনে মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন তিনি। এ সময়ে সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান আলী মুকাই, হাজী আবুল কাশেম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভি কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Discussion about this post