আব্দুল্লাহ্ আল মানসুর:-গত শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেনসী বিভাগে চিকিৎসা নিতে আসা সদর বালুতুপার টিটু নামক ব্যক্তির সাথে ইর্মাজেনসী বিভাগের ২য় তলায় কর্তব্যরত ইর্ন্টানী ডাক্তার মাহবুবের সাথে হাতাহাতি হয় এক পর্যায়ে ডাক্তার মাহবুব কে বাচাঁতে তার সহকর্মী ইর্ন্টানী ডাক্তার শারমিন ও ডাক্তার আইরিন বাচাঁতে এলে তাদের উপর ও অতর্কিত হামলা চালায় টিটু।এ ঘটনার জের ধরে গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে পুরো এক দিন চলছিল ইর্ন্টানী ডাক্তারের কর্মবিরতী।এ দিকে চিকিৎসকদের কর্মবিরতীর কারনে দূর দুরান্ত হতে আসা রোগীরা চরম বিপাকে পড়ে।রোগীরা ডাক্তারের জন্য অপেক্ষা করেছে দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘ সময় অপেক্ষা করার পর ও কোন ডাক্তারের সন্ধান পায়নি রোগীরা।পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভেীমিক,সদর সার্কেল এএসপি জাহাঙ্গীর,কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন,যুবলীগ নেতা জিএস সহিদ ও বিএমমের সা:সম্পাদক ডা:আজিজুর রহমান সিদ্দিকী সহ প্রশাসনের উর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিথি শান্ত করে।এ ঘটনায় ইর্ন্টানী ডাক্তারা তিন দফা দাবি তুলে ধরে,দাবি গুলো হল-সকল চিকিৎসকদের নিরাপওা নিশ্চিত করতে হবে,গেইট পাশ চালু করতে হবে,স্থায়ী পুলিশ ক্যাম্প চালু করতে হবে, ইর্ন্টানী ডাক্তাররা বলেন যদি এ দাবি ৭ দিনের মধ্যে বাস্তবায়ন না হয় তা না হলে লাগাতার ধর্মঘটের ডাক দিবে।
Discussion about this post