বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিকান্দার আলীর সভাপতিত্বে এবং কামরুজ্জমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যদিয়ে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের প্রধান বক্তা আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ নজরুল সহ অন্যরা দিবসটি উপলক্ষে আলোচনা করেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা ) ইকবাল আকতার, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই মামুন, মঈনুদ্দিন মইন, রোকনুজ্জামান পিদ্দূ, আলী আবদুল ওয়াহিদ, যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ করিম সহ আরো অনেকে। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাওছার আহমেদ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post