ফেব্রুয়ারি মাসের ২৫ এবং ২৬ তারিখ কুয়েতের ৬০ তম জাতীয় দিবস ও ৩০ তম স্বাধীনতা দিবস। বর্ণিল সাজে সজ্জিত দেশটির বিভিন্ন স্থাপনা আর রাস্তাঘাট।
করোনাভাইরাসের পুনরায় প্রাদুর্ভাবের কারনে নেই কোন অনুষ্ঠান। সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিধিনিষেধ অর্পণ করেছে দেশটির সরকার । স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে আছে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট সবাই।
অন্যদিকে দিবসটি উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ।বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল ও সুনাম বৃদ্ধির লক্ষে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
মীরসরাই সমিতি ও কুয়েত পেইজ ফর বাংলাদেশি যৌথ উদ্যোগে ওরো ট্রি কোম্পানির সহযোগিতায় শুক্রবার ২৬ ফেব্রুয়ারী সেন্ট্রাল ব্লাড ব্যাংক জাবরিয়া দুপুর ১ টা হতে বিকাল ৫ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় রক্তদান করে।
প্রতিবছর এই দিবসটি ঝাঁকঝমক ভাবে উদযাপন করা হত কুয়েতে । দেশটির বিভিন্ন স্থাপনা আর রাস্তা ঘাট বর্ণিল সাজে থাকলেও এবার করোনা মহামারীর প্রাদুর্ভাব এর কারনে ছিলোনা কোন আমেজ ।
Discussion about this post