কুয়েত সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে ধুধু মরুভূমি আবদালিতে গত ২৬ জানুয়ারি রোজ শুক্রবার কুয়েতে হয়ে গেলো বাংলাদেশি প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন। শীতের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজনে এক একটু বাংলাদেশ ।
উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন -কুয়েত আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারো যেন কোন ক্লান্তি ছিল না। এর পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে ওঠেছিল বিশালাকার বনভোজন স্পট। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ইভেন্টের মাধ্যমে সকলের মুখে হাসি ফুটে ওঠে সদ্য ফোটা গোলাপের ন্যায়।
বিশিষ্ট নারী এবং উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ডাঃ বুশরা হাবিব বলেন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হোক। অন্তত এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে।
উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গনাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন ইসলাম বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা। বার্ষিক বনভোজন আয়োজনের এই অনুষ্ঠান সফল করে তোলার জন্য তিঁনি উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গনাইজেশনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । আয়োজনকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য বিশেষ ধন্যবাদ জানান প্রচার সম্পাদক হালিমা চাঁদনী এবং অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে থাকা এবং সহ সাধারণ সম্পাদক রওশন আক্তারকে ধন্যবাদ জানান। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের ফাউন্ডার নাসরিন আক্তার মৌসুমী বলেন নারীরা এগিয়ে গেলে দেশে এগিয়ে যায় এই স্লোগানকে সামনে রেখে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে প্রবাসের মাটিতে।
সেইসাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন-সহসাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক শুভ্রা পাল এবং এই আয়োজনে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ।
Discussion about this post