বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুয়েতে আগমন করেছেন। কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে কুয়েত এয়ারওয়েজে করে তিনি আজ সকালে কুয়েতে এসে পৌঁছেছেন । কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত এর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত এর নেতৃবৃন্দ। ডা. শফিকুর রহমান তিন দিনে কুয়েতে অবস্থান করবেন। কুয়েত সফরে তিনি কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুধী সমাবেশে যোগদান করার পাশাপাশি কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত এর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম। এছাড়া ১০ জানুয়ারী শুক্রবার বিকেলে আরদিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রীতি সমাবেশে যোগদান করবেন।
Discussion about this post