মঈন উদ্দিন সরকার সুমন কুয়েতঃ সম্প্রতি কুয়েতের স্থানীয় পত্রিকা দৈনিক আল ওয়াতান প্রত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ্য যে কুয়েত ট্রাফিক বিভাগ কর্তৃপক্ষ উৎঘাটন করেছে চল্লিশ হাজার এর উপরে অবৈধ ভাবে লাইসেন্স তৈরি হয়েছে। যাহারা লাইসেন্স এর জন্য কুয়েত ট্রাফিক আইনে প্রয়োজনীয় ডকুমেন্ট পেশ না করে অবৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন।
(Assistant Undersecretary for Traffic Affairs at the Ministry of Interior) মেজর জেনারেল আবদেল ফাত্তাহ আল আলী এই তথ্য উৎঘাটন করেছেন বলে সংবাদে উল্লেখ্য করা হয়। মন্ত্রনালয়ের বিধান অনুযায়ী চালক ভিসা ব্যতীত সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে কুয়েতে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স এর জন্য অবশ্যয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী থাকতে হবে, কুয়েতে দুই বৎসরের উপরে অবস্থান এবং বেতন (৪০০.০০০) চার শত কুয়েতি দিনার হতে হবে।
সংবাদে ঐ সকল ব্যক্তি যাহারা অবৈধ ভাবে প্রয়োজনীয় তথ্যপ্রমাণাদি পেশ না করে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন। ঐসকল ড্রাইভিং লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু সহ বিগত কয়েক মাসে ১২০০ এক হাজার দুইশত ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে সংবাদে প্রকাশ হয়েছে।
http://www.arabtimesonline.com/NewsDetails/tabid/96/smid/414/ArticleID/199270/reftab/36/Default.aspx
40,000 Driving Licenses Issued To Persons Who Do Not Meet The Conditions
KUWAIT CITY, Aug 26: Assistant Undersecretary for Traffic Affairs at the Ministry of Interior M a j o r- G e n e r a l Abdel Fattah Al-Ali was recently quoted as saying the General Traffic Department has discovered that 40,000 driving licenses have been issued to persons who do not meet the conditions, reports Al-Watan Arabic daily quoting a reliable source
The source added, according to a ministerial decree a person must be a university graduate must have been a resident of Kuwait for not less than two years and must earn more than KD 400 salary to apply for the driving license.
The source disclosed those who got the driving licences through illegal means based on forged documents will be withdrawn. The traffic sector, the source added, has begun summoning such persons and that 1,200 licenses have already been withdrawn over the past few months.
The source pointed out the GTD received between 5,000 and 8,000 driving license applications a month before the ministerial decree was issued. After the issuance of the decree the number has fallen to 2,000.
Meanwhile, Major-General Abdel Fattah and the Kuwait Municipality Director Ahmed Al-Sabih met last week and issued guidelines for a joint campaign to lift more than 10,000 cars which are ‘abandoned’ on open grounds and public places.
The source added both the authorities will launch a joint campaign within the next few days in all the governorates of Kuwait. The vehicles will be towed to the garages of both the authorities and the owners of the vehicles will have to paying towing and parking fees to retrieve their vehicles.
Discussion about this post