বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন লিগ ২০২৪ – ২০২৫ সিজন ফোর টুর্নামেন্ট চলছে আল রাই ক্রিকেট গ্রাউন্ডে । এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রবাসী খেলোয়াড়দের বিশটি দল অংশগ্রহণ করে। শুক্রবার প্রথম রাউন্ডের ৮ নম্বর ম্যাচ শেষ হয়।
প্রতিবছর শীত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এই খেলার আয়োজন করে থাকে। খেলায় অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়রা এমন আয়োজন আরো প্রত্যাশা করেন। তারা বলেন এটি একটি ভালো টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন সত্যিকারে ভালো কাজ করছে। ম্যাচ আয়োজন করা, আম্পায়ার ঠিক করা সহ সব কাজ ভালোভাবেই করছে। আমরা এতে আনন্দিত। আমরা আশা করি তারা আরো বেশি বেশি ম্যাচের আয়োজন করবে বেশি বেশি দল খেলায় অংশগ্রহণ করবে।
অন্যদিকে খেলায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশীরা জানান ভিনদেশীদের সাথে খেলে নতুন অভিজ্ঞতা অর্জন করছেন। কুয়েতে প্রবাসী ক্রিকেটপ্রেমিদের জন্য শীত মৌসুম যেমন আনন্দের গণজোয়ার বয়ে আনে, তেমনি ছুটির দিনগুলোতে খেলার মাঠ পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। টুর্নামেন্টটিকে আরো আনন্দময় করে তুলতে মাঠ পরিদর্শন করেন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এবং সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সে সময় পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, শেখ মনির, কাসাদুল, ইসমাইল সহ অন্য নেতৃবৃন্দের সাথে বিভিন্ন দিক নিয়ে কথা বলেণ তারা।
Discussion about this post